নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন, ঢাকা জেলা যুবদল নেতা, ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন। সোমবার (০৬ জানুয়ারি) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ী এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিত্তশালীদের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন, ঢাকা জেলা যুবদল নেতা, ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন। তিনি বলেন, মানুষের কষ্ট লাঘবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। বিএনপি সব সময় এ দেশের সাধারণ জনগণের স্বার্থে কাজ করেছে। শীতে যাতে মানুষের কষ্ট না হয়, সেজন্য বিএনপির পক্ষ থেকে সারাদেশে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এই শীতে সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব-সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীতবস্ত্র বিতরণ অসহায় মানুষের প্রতি করুণা নয়, নৈতিক দায়িত্ব এবং তারেক রহমানের পক্ষ থেকে উপহার। তাই হৃদয়ে মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।