যশোরের শার্শা উপজেলা লাউতাড়া গ্রামে জমি নিয়ে সংঘর্ষে আহত হাতেম আলী (৩৮) মারা গিয়াছে।
শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে জমি নিয়ে দু‘পক্ষের কথাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে হাতেম আলীর মাথায় আঘাত করলে সে মারাত্মক ভাবে আহত হয়। স্বজনেরা উদ্ধার করে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে দিকে তিনি মারা যান।
এলাকাবাসী জানায়, প্রতিবেশি মৃত মশিয়ার রহমানের পুত্র বাবলু ও জাহাঙ্গীরের সাথে মৃত আব্দুল খালেক সরদারের পুত্র হাতেম আলীর জমি নিয়ে দ্বন্ধ চলে আসছিল।এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হলে হাতেম আহত হয়ে চিকিৎসারত অবস্থায় মারা যায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, লাশ তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে নিহত স্ত্রী আসমা খাতুন থানায় দুজনকে আসামি করে মামলা নং ৬ তারিখ ১৬/০৮/২০২১দায়ের করেন।আসামিরা আটক হয় নাই।আসামি আটকের অভিযান অব্যাহত আছে।
0 ভিউ