যশোরের শার্শায় ছোট ভাই জসিম(২৯) কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে ভাই,ভাবির বিরুদ্ধে।
ময়না তদন্ত না করেই পুলিশকে ম্যানেজ করে লাশ দাপন করা হয়েছে। পুলিশ বলেছে নিহতের স্বজনরা কোন অভিযোগ না করায় পুলিশ ঘটনা স্থলে যায়নি লাশও ময়না তদন্ত করা হয়নি।
নিহত জসিম উপজেলার উলাশী ইউনিয়নের জিরনগাছা গ্রামের মৃত কাশেম মিয়ার ছোট ছেলে।
জসিমের ভাই অভিযুক্ত আব্দুর রউফ জানান, জসিম ডায়বেটিক্সসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। শুক্রবার সন্ধ্যায় বাড়ির আঙ্গীনায় কুঞ্চি গাদায় পড়ে জসিমের মুখে ক্ষত হয়। শনিবার সকালে ঘরের বারান্দা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। তাকে শ্বাসরোধ করে হত্যার কোন ঘটনা ঘটেনি। কিছু মানুষ মিথ্যা কথা ছড়াচ্ছে বলে পাল্টা অভিযোগ জানান। স্থানীয় ইউপি সদস্য হাসান আলী জানান, লাশ দাপনের আগে তিনি বিস্তারিত পুলিশকে জানিয়ে মৌখিক অনুমতি নিয়ে দাপন করা হয়। পুলিশকে ঘটনা স্থলে আসতে বলা হয়েছিল। এলাকায় করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় পুলিশ আসেনি।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম জানান, নিহতের পরিবারের কেউ থানায় লিখিত অভিযোগ না করায় পুলিশ ঘটনা স্থল তদন্ত করা হয়নি। তবে রোববার ভাই,ভাবিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
0 ভিউ