শিক্ষকতা ও সাংবাদিকতায় অধ্যাপক আব্দুল ওহাব একজন প্রখ্যাত ব্যক্তিত্ব ছিলেন । তিনি কুমিল্লা শহরের বাগিচাগাঁও এলাকায় বসবাস করতেন। ১৯৪১ সালে শহরের নুরপুর তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কমিশনার আব্দুর রশিদ। এক ভাই বোনের মধ্যে আব্দুল ওহাব ২য় । আব্দুল ওহাব বাংলাদেশ সম্পাদক পরিষদের জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি , কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি , বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন । কুমিল্লার রাণীরবাজার রামচন্দ্র পাঠশালা থেকে লেখাপড়া শেষ করে কোন ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন । ১৯৬৭-৬৮ সালে কুমিল্লা বোর্ডে কর্মরত ছিলেন । এসময় কেটিসিসি লিমিটেডের মুখপাত্র সমযাত্রা পত্রিকার সহকারি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন । পরবর্তীতে তিনি নিজেই সাপ্তাহিক রূপে রূপসী বাংলা ১৯৭২সালের ৪ ফেব্রুয়ারি প্রকাশ করেন । ১৯৭৯ সালের ১০ ডিসেম্বর সাপ্তাহিক রূপসী বাংলাকে দৈনিক হিসাবে প্রকাশ করেন । কুমিল্লা জেলার প্রথম জনপ্রিয় দৈনিক বর্তমানে মূল্য ৫ টাকা আগে ছিল ছিল তিন টাকা। এর রেজিস্ট্রেশন নম্বর ২১ । অধ্যাপক আব্দুল ওহাবের পিতা আবদুর রশিদের মৃত্যুর পর কুমিল্লা পৌরসভা তার সম্মানে নতুন চৌধুরীপাড়ায় একটি সড়কের নামকরণ করেন আব্দুর রশিদ সড়ক। তার পিতা আব্দুর রশিদ জীবদ্দশায় দীর্ঘ ৩৬ বছর কুমিল্লা পৌরসভার নির্বাচিত কমিশনার ছিলেন। সূত্র: ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোকিত কুমিল্লা লেখকঃ মোঃ নজরুল ইসলাম দুলাল
দৈনিক রূপসী বাংলা সংবাদ প্রধান পত্রিকা ।তারপরও সাহিত্য-সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য তথা নানা বিষয় নিয়ে প্রবন্ধ-নিবন্ধ ও প্ছাপা হয়। এটি ন্যাশনাল কুমিল্লা থেকে মুদ্রিত হয় । এতে বিচিত্র বিষয়, সম্পাদকীয় উপ-সম্পাদকীয় ও জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সম্পাদকীয় লেখা হয়। কুমিল্লার সকল দৈনিক পত্রিকাগুলোতে মতামমত বিভাগ রাখা হয় জনস্বার্থে । দৈনিক রূপসী বাংলা সাহিত্য কথা, খেলাধুলা ও মহিলা পাতা নিয়মিতভাবে প্রকাশিত হয়। এছাড়া চলচ্চিত্রবিষয়ক প্রবন্ধ-নিবন্ধ ও অভিমত এবং ধর্ম বিষয়ক লেখা কাগজের শোভাবর্ধন করে ।আব্দুল ওহাব ২০০৩ সালের ৪ আগস্ট তিনি ইন্তেকাল করেন।
রূপসী বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল ওহাবের কথা।। মমিন মোল্লা

