রমজানের শিক্ষা ধরে রাখতে হবে - বিডি খবর ডটকম
ঢাকা, বাংলাদেশ | শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ , ২৪ অগ্রহায়ণ ১৪৩০

শিরোনামঃ

প্রচ্ছদ ইসলাম ও জীবন রমজানের শিক্ষা ধরে রাখতে হবে

রমজানের শিক্ষা ধরে রাখতে হবে

bd

ঈদ উদযাপনের মধ্য দিয়ে তাকওয়া অর্জনের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি হলো। রমজান প্রশিক্ষণের মাস। রমজানের প্রশিক্ষণ অনুযায়ী বাকি ১১ মাস জীবনকে রাঙিয়ে নেবে মুমিনরা। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আমাদের সুস্থতার সঙ্গে রমজানে তাঁর নৈকট্য অর্জনে সহায়তা করেছেন। মুমিনরা রমজান বিদায় দেবে কিন্তু রমজানের ইবাদত বিদায় দেবে না। রমজানের পরবর্তী সময়ে নিজ জীবনকে আল্লাহর জন্য সঁপে দেব।

আমরা রমজানে রোজা রেখেছি কিন্তু রমজানের পরবর্তী সময়ে রোজা রাখার বেশ সুযোগ রয়েছে। সপ্তাহে সোম ও বৃহস্পতিবার এবং চান্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে নফল রোজাসহ শাবান, জিলহজ, মহররম ও শাওয়ালে রোজা রয়েছে। যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাখতেন।

শাওয়ালের রোজার ব্যাপারে হজরত আবু আইয়ুব আনসারি (রা.) বলেন, ‘রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের সব ফরজ রোজা রাখল এরপর শাওয়ালে আরও ছয়টি রোজা রাখল সে যেন সারা বছরই রোজা রাখল।’ মুসলিম। 

 

রমজানে রাতে তারাবি ও সাহরির আগে তাহাজ্জুদ নামাজে মনোনিবেশ ছিল। রমজান চলে যাওয়ায় তাহাজ্জুদের সময় এখনো বিদ্যমান। তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে চাওয়ার সুযোগ রয়েছে। অতিরিক্ত নফল ও তাহাজ্জুদ নামাজ আদায়ে পরকালে জান্নাত লাভে সহায়তা পাওয়া যাবে। অতিরিক্ত নফল নামাজসহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব সময় তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। ফরজ নামাজের পর উত্তম নামাজ হলো তাহাজ্জুদ।

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ফরজ নামাজসমূহের পর উত্তম নামাজ হলো রাতের তাহাজ্জুদ।’ মুসলিম। 

রমজানে প্রতি ঘরে কোরআন তিলাওয়াত হয়। রমজান বিদায় হওয়া মানে কোরআন তিলাওয়াত বন্ধ করে দেওয়া নয়। রমজানে যেভাবে কোরআন তিলাওয়াতকে প্রাধান্য দেওয়া হয়েছিল তা ধরে রাখতে হবে। প্রতিদিন সকাল-সন্ধ্যায় কোরআন তিলাওয়াত করা উত্তম। আমরা অনেকেই কোরআন পড়তে জানি না, এ ধারণা নিয়ে কোরআন তিলাওয়াত করি না। আসলে আমরা কিন্তু কয়েকটি সুরা নামাজে পড়ি। তা কোরআনের অংশ। এ সুরাগুলো নিয়মিত তিলাওয়াত করতে পারি। সময় নিয়ে কোরআন শিক্ষা করা খুবই জরুরি।

হজরত ওসমান (রা.) থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়।’ বুখারি। 

কোরআন তিলাওয়াতের সঙ্গে আমরা রমজানে অধিক দান-সদকা করেছি। রমজানকে আমরা দানের মাস হিসেব মনে করেছিলাম। রমজান ছাড়া অন্য মাসেও দান করা যায়। তবে নবী (সা.) সর্বাধিক দানশীল ব্যক্তি হওয়া সত্ত্বেও রমজানে প্রবহমান বায়ুর চেয়ে বেশি দান-সদকা করতেন।

আমরা প্রতিদিন, সপ্তাহে এক দিন কিংবা মাসিক বেতন পেয়ে তার কিছু অংশ দান করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। যা আমাদের জন্য খুবই সহজ। দানে আল্লাহ খুশি হন। অন্তর পবিত্র হয়। দানে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়।

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘হে কাব বিন উজরা! নামাজ আল্লাহর নৈকট্য দানকারী, রোজা ঢালস্বরূপ এবং দান-সদকা গুনাহ মিটিয়ে ফেলে যেমন পানি আগুনকে নিভিয়ে ফেলে।’ আবু ইয়ালা

 

লেখক: ইসলামবিষয়ক গবেষক।

শেয়ার করুনঃ
0 ভিউ

মাগুরায় দুটি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন ক্রিকেটার সাকিব ও ড.বীরেন শিকদার

গুণীজন সম্মাননা পেলেন সাংবাদিক ও কলামিস্ট গাজী জাহাঙ্গীর আলম জাবির

বিশ্ব ডায়াবেটিস দিবস ও একুশে পদক প্রাপ্ত ডা. যোবায়দা হান্নানের মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরায় শত্রুজিৎপুর আইডিয়াল একাডেমিতে নবান্ন উৎসব

পটুয়াখালীতে আইডিইবি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

মুরাদনগরে ১৯কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

মাগুরার শ্রীপুরে কমলা বাগান পরিদর্শন করেন জেলা প্রশাসক

মুরাদনগরে হাত ভাঙ্গা শিশু শিক্ষার্থীর পাশে ‘হাসির ফেরিওয়ালা’

কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতি স্বরুপ বিশেষ পুরস্কার পেল মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল 

কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে সিএনজি ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে যাত্রী ও শিক্ষার্থীদের মানববন্ধন

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

চেলসির সঙ্গে ড্র, ফাইনালের পথ কঠিন হলো রিয়ালের

রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লিকে হারিয়ে শীর্ষে কোহলিরা

আরও ২/৩ দিন হাসপাতালে থাকতে হবে খালেদা জিয়াকে

খাদ্যের সঙ্গে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতেও কাজ হচ্ছে: প্রধানমন্ত্রী

পপ সম্রাটের বিরদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রত্যাখান

ইউনেসকোর প্রেস ফ্রিডম পুরস্কার জিতলেন মারিয়া রেসা

দিরাইয়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু, আহত ৩

রাজধানীতে অভিযানে গ্রেফতার ৩০

ওবায়দুল কাদের আপনি রেহাই পাবেন না: কাদের মির্জা


উপরে