কুমিল্লার মুরাদনগর উপজলার ১৩নং মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৯নং ওয়ার্ডর মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মানিকরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার আলীরচর গ্রামে তার নিজবাড়ীতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় মেম্বার প্রার্থী মনিরুল ইসলাম মানিক নির্বাচনকে সামনে রেখে জনকল্যান মূলক বিভিন কার্যক্রম উল্লেখসহ তার নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন। উপস্তি সকলের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা যদি আমাকে নির্বাচনে বিজয়ী করেন তাহলে আমি এই গ্রামের নাগরিকদের হয়রানি মুক্তভাব জন্মনিবন্ধন করার ব্যবস্থা করবাে। বাল্যবিবাহের কূফল সম্র্পক জনসাধারনক অবহিত করে সবাইকে নিয়ে আলীরচর গ্রামকে বাল্যবিবাহ মুক্ত করবাে ইনশাআল্লাহ। মাদকের করাল গ্রাস যুবসমাজ আজ বিপথ, মাদক মুক্ত সুদর যুবসমাজ গড়ার লক্ষ্য এলাকাবাসীক সাথ নিয় মাদক মুক্ত একটি আদর্শ গ্রাম গড়ে তুলবাে। গ্রামরে অসহায় বয়স্দের অগ্রাধিকার দিয় সঠিক লাকদরক ভাতার কার্ড করে দেয়া হবে। মাতত্বকালীন ভাতার জন্য নিম্বিত্তদর প্রাধান্য দিয় কার্ড দয়ার জন্য সুপারিশ করব। আর আমাদের গ্রামরে অসম্পূর্ন যা কাজ গুলাে রয়েছে যেমন সড়ক মেরামত, অন্ধকার সড়কে বাতির ব্যবস্থা করা, গরীব দুঃখি ও মেহনতি মানুষের পাশে থেকে তাদের সহায়তা করা ও এলাকায় ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সবাচ চেষ্টা করবা। এসময় এলাকাবাসীর প্রতি তাকে তাদের মূল্যবান ভােট প্রদানের মাধ্যমে নির্বাচিত করার জন্য অনুরাধ জানান।
এসময় উপস্তি ছিলেন, ফুলমিয়া সওদাগর, তরিকুল ইসলাম তারা মিয়া, সামসুল হক, কাশেম খান, সফিক মিয়া, কামাল খান, মীর মাসুম, মীর হুমায়ন, হেলাল, রাসেল খান প্রমুখ।
মুরাদনগরে মেম্বার প্রার্থী মনিরুল ইসলামের উঠান বৈঠক

আপডেটঃ ২৫ মে, ২০২২ | ৯:০১




আরো খবর


