কুমিল্লার মুরাদনগর উপজলার রামচদ্রপুর দক্ষিণ ইউনিয়ন বিভিন কর্মসূচীর মধ্য দিয় ইউনিয়ন পর্যায় মহান স্বাধীনতার সুবর্ণজয়Íী উদযাপন করা হয়েছে।
বহস্পতিবার ১১ নং রামচদ্রপুর দক্ষিণ ইউনিয়নর আয়াজন পাঁচকিত্তা উচ বিদ্যালয় মাঠ নবনির্বাচিত চয়ারম্যান গালাম কিবরিয়া খাকন এর সভাপতিত্ব জাঁকজমকপূর্ণ পরিবেশ স্বাধীনতার সুবর্ণজয়Íী উদযাপন করা হয়। এ উপলক্ষ আলাচনা সভা, সাংস্তিক ও ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
পাঁচকিত্তা উচ বিদ্যালয়র সহকারী শিক্ষক তাজুল ইসলামর সঞ্চালনায় অনুষ্ঠান উপস্তি ছিলন, মুক্তিযাদ্ধা রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধা ফরিদুর রহমান, রামচদ্রপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগর সভাপতি আবু মুসা, পাঁচকিত্তা উচ বিদ্যালয়র সাবক অভিভাবক সদস্য মাসুদ ভূঁইয়া, ইউনিয়ন পরিষদর সচিব কামাল হাসন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফারজানা আক্তার, রিনা আক্তার, রাশিদা আক্তার, সাধারণ ইউপি সদস্য আবুল হাসম, মজিবুর রহমান, সুফী কামাল, আবু তাহর, জীবন সরকার, আরিফ উল্লাহ, আব্দুল করিম, সাহল রানা, জসিম উদ্দিন, তামজীদ এটারপ্রাইজর স্বত্বাধিকারী তামজীদ নওয়াজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মুরাদনগর রামচদ্রপুর দক্ষিণ ইউনিয়ন স্বাধীনতার সুবর্ণজয়Íী উদযাপন

আপডেটঃ ৪ মার্চ, ২০২২ | ৭:৫৮




আরো খবর


