গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ
হাসিনা নারীর ক্ষমতায়ন ও নারী উন্নয়নে প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ গ্রহন করলেও কুমিল্লার মুরাদনগরের রাজনীতিতে যোগ্য নারী নেতৃত্বের অভাবে ক্রমশই পিছিয়ে পড়ছে নারীরা। বর্তমান সংসদ সদস্য, মুরাদনগরের মাটি ও মানুষের নেতা ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ) মহোদয়ের সার্বিক সহযোগিতায় সেই পিছিয়ে পড়া নারীদের সুসংগঠিত করে উন্নয়নে অংশ নিতে চান বলে সাংবাদিকদের সাথে আলোচনা সভা করেছেন কুমিল্লা জর্জকোটের এডভোকেট আসমা আক্তার রত্না। গতকাল সোমবার তার পৈতৃকবাড়ী মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন গাঙ্গেরকুট গ্রামে এই আলোচনা সভা করেন। এসময় তিনি আরো বলেন শিক্ষিত নারী নেতেৃত্বের অভাবে মুরাদনগরের নারী সমাজ আজ অনেকটাই পিছিয়ে রয়েছে। আমি নিজেকে রাজনীতিতে
সম্পৃক্ত করে সেই অবহেলিত নারী সমাজকে নিয়ে কাজ করতে চাই। তাদেরকে কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা করবো। আমার কাজের মাধ্যমে মুরাদনগরের নারী সমাজের সঠিক উন্নয়নের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি মুরাদনগরে নারীদের সুসংগঠিত তাদেরকে দক্ষ, কর্মঠ করে শক্তিশালী একটি সংগঠনে রুপদিতে কাজ করার মাধ্যমে জনপ্রিয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ) মহোদয় তথা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। আমি ২০০৭সাল থেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আওয়ামী ছাত্রলীগের বিভিন্ন
কর্মকান্ডে সম্পৃক্ত ছিলাম। এখন মুরাদনগরের আওয়ামীলীগের নারী রাজনীতিতে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে আইন পেশার পাশাপাশি অবহেলিত নারী সমাজের জন্য
কাজ করতে চাই।
জানা যায়, এডভোকেট আসমা আক্তার রত্না মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের গাঙ্গেরকুট গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাকির হোসেন ও গৃহিনী সেলিনা বেগম দম্পতির তিন সন্তানের (এক ছেলে দুই মেয়ে)মধ্যে ২য়। সে ২০০৪ সালে ক্যান্টনমেন্ট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। ২০০৬সালে ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। এরপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে
২০১১সাথে বিএসএস ও ২০১৩সালে এমএসএস পাশ করেন। ২০১৫সালে কুমিল্লা আইন কলেজ
থেকে পাশ করার পর কুমিল্লা জর্জকোটে আইনজীবি হিসেবে কাজ শুরু করেন। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্বামী একজন ব্যবসায়ী
মুরাদনগরে পিছিয়েপড়া নারীদের সংগঠিত করে উন্নয়নে অংশ নিতে চাই ….. এডঃ আসমা আক্তার রত্না

