কুমিল্লার মুরাদনগরে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা ও সমন্নয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২১ মার্চ) দুপুরে কবি নজরুল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল বন্ধ করণ, ড্রেজার নিয়ন্ত্রণের মাধ্যমে কৃষি জমি রক্ষা, মাদক নিয়ন্ত্রণসহ কোম্পানীগঞ্জ বাজারের যানজট নিরসনে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আবুল কালাম আজাদ (তমাল), ডাঃ মুহাম্মদ নাজমুল আলম, কৃষি কর্মকর্তা মাইনউদ্দিন আহাম্মেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ ফয়েজুর রহমান, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম, শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আকতার, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির, ইউপি চেয়ারম্যান আবদুস সামাদ মাঝি, আবু মুছা সরকার, কাজী আবুল খায়ের, আবু মুছা আল কবির, জাকির হোসেন, কামাল উদ্দিন খন্দকার, আবদুল কাদির, ইকবাল বাহার, জাকির হোসেন, রহিম পারভেজ, শুকলাল দেবনাথ, গোলাম কিবরিয়া, শওকত সরকার, আবুল কালাম আজাদ, আবুল বাশার, আরমান মিয়া, বাহার খান, তৈয়বুর রহমান, শিমুল বিল্লাল, ইউপি সচিব নাইম সরকার প্রমূখ।
সভা শেষে নবনির্বাচিত চেয়াম্যানদেরকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী চেয়ারম্যানদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে দারোরা ইউনিয়নে জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা পূরণ করায় সাবেক সচিব নাইম সরকার, সাবেক চেয়ারম্যান শাহজাহানকে (বিএসসি) সম্মাননা সনদ প্রদান করা হয়।