কুমিল্লার মুরাদনগর এর হায়দরাবাদ সামছুল হক কলেজেযথাযোগ্য মর্যাদার সাথে এ জাতীয় শোক দিবস পালিত হয়। সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ,
0 ভিউ
সকাল নয়টায় শেখ রাসেল দেয়ালিকা প্রদর্শনী, সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবন ,কর্ম ও শাহাদাতবরণ সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, বক্তব্য রাখেন ইউনুস মিয়া, রতন রঞ্জনবালা, আমিনুল ইসলাম ,মমিনুল ইসলাম মোল্লা ও জয়নাল আবেদীন সরকার ।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সম্পর্কে জানাতে শোক দিবসের পূর্বেই উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য কবিতা আবৃত্তি, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে কবিতা এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে ইসলাম শিক্ষা বিভাগের সরকারি অধ্যাপক নাজিমুদ্দিন ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত ও প্রার্থনা করেন।
বিশেষ দ্রষ্টব্য : আমি যে কলেজে অধ্যাপনা করি সে কলেজের। বক্তৃতা রত অবস্থায় আমি মোঃ মমিনুল ইসলাম মোল্লা।