নদীমাতৃক বাংলাদেশের গোমতী তিতাস বিধৌত এই উর্বর পলল ভূমিতে জন্মেছেন ইতিহাস খ্যাত বহু কৃতী ব্যক্তিত্ব। সবুজ শ্যামল প্রকৃতি দুহিতা মুরাদনগরের মায়াবী মাটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ বহু গুণী ব্যক্তিত্বের পদধূলিতে ধন্য হয়েছে। এর রয়েছে এক বর্ণাঢ্য ও গৌরবউজ্জল ইতিহাস। কুমিল্লা জেলার মুরাদনগর দেশের একটি ঐতিহ্যবাহী ও সুপরিচিত উপজেলা। মায়া মমতা, ধর্মীয় অনুভূতি , সামাজিক সম্প্রীতি- সহযোগিতা ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ আর্থসামাজিক সহাবস্থানের সরল ও উদার প্রকৃতির মধ্যে মুরাদনগরবাসীর বসবাস। ভাষা কৃষ্টি ও আচার-আচরণে তাদের মধ্যে রয়েছে এক অপরূপ বন্ধন ।এখানে হিন্দু-মুসলমান যেন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে একে অপরের বন্ধু। শিল্পকারখানা করার মতো পর্যাপ্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানকার নেতৃস্থানীয় ব্যক্তিদের সদিচ্ছা , ইতিবাচক মানসিকতা , এবং পরিস্থিতি অনুকূলে না থাকায় মুরাদনগর উপজেলা কৃষি নির্ভর অঞ্চলে পরিণত হয়েছে। এখানে বৃহত্তর যে কোন অঞ্চলের তুলনায় শিক্ষা প্রতিষ্ঠান অধিক হওয়া সত্ত্বেও বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার মান অনেকটা নিম্নগামী তবে সাম্প্রতিক বছরগুলোতে মুরাদনগরে কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়ার মানের যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষা কেন্দ্র গুলোতে যতক্ষণ না পরীক্ষায় অবৈধ সুযোগ সুবিধার মত মরণফাঁদ দূর হবে ততক্ষণ পর্যন্ত মুরাদনগরের সার্বিক শিক্ষার মানকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না এখন ছাত্রছাত্রীরা সিভিল সার্ভিস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্থান করে নিতে সক্ষম হবে না। কুমিল্লা জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তরে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সড়কের কোম্পানীগঞ্জ বাস স্টেশনের ৩ কিলোমিটার পশ্চিমে কুমিল্লার রুদ্র কন্যা গোমতী নদীর উত্তর পাড়ে উপজেলা সদর মুরাদনগর অবস্থিত। এ উপজেলার উত্তরে নবীনগর উপজেলা , দক্ষিণে চান্দিনা দেবিদ্দার উপজেলা , পূর্বে ব্রাহ্মণপাড়া , দেবিদ্দার ও কসবা উপজেলা এবং পশ্চিমে হোমনা-বাঞ্ছারামপুর ও দাউদকান্দি উপজেলা এর আয়তন ১৩২ বর্গমাইল। দুটি থানা মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানা । এছাড়া গ্রামের সংখ্যা ৩০৮ মৌজা ১৫৪ টি, ইউনিয়ন ২২ টি ।
0 ভিউ
মুরাদনগরের কথা//পরিচিতি পর্ব

আপডেটঃ ১৫ জুলাই, ২০২১ | ১০:৩৯




আরো খবর


