ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর গ্রামের ১৭ বছর বয়সি এক বাক প্রতিবন্ধিকে ধর্ষণের ঘটনা ঘঠেছে। বুধবার সন্ধা ৭ টার দিকে ঔ প্রতিবন্ধি মেয়েটিকে ফুসলিয়ে ধর্ষক আদু মিয়া (৩৫) তার নিজ বাড়ির ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ তাৎক্ষনিক ভাবে মেয়েটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার ব্যাবস্থা করে।
ধর্ষক আদু মিয়া নরসিংহপুর গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে। প্রতিবন্ধি ভিকটিম আকলিকা আক্তার (১৭) তার পিতার কাজী নুরুল ইসলাম প্রবাসে থাকেন। তার মা স্বপ্না বেগম বাদি হয়ে লিখিত অভিযোগ করলে বৃহস্পতিবার ধর্ষণ মামলা হিসেবে রুজু হয় সরাইল থানা।
এব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন জানান ইতিমধ্যে ধর্ষক আদু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।ভিকটিমের ডাক্তারি পরিক্ষা সম্পন্ন এবং ১৬৪ ধারায় আসামির স্বীকাররোক্তিমূলক জবানবন্দী গ্রহন করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
0 ভিউ