জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন জানিয়েছেন, ভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে অবস্থান নিয়েছেন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরওয়ার উদ্দিন জানিয়েছেন, সরাইল উপজেলার ৯টি ও আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে মোট ১৭ ইউনিয়ন গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন। সরাইল-আশুগঞ্জ আসনে ১৩২টি ভোটকেন্দ্রে নির্বাচনে দুই জন করে অতিরিক্ত জেলা প্রশাসক, দুই জন জুটিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ১১ জন ম্যাজিষ্ট্রেট, ৫প্লাটুন বিজিবি, ৯টি টিমে র্যাব দায়িত্ব পালন করবেন। পুলিশ মোতায়েন করা হয়েছে এক হাজার একশোর ও অন্যান্য বাহিনীর সদস্যরাও। সরাইল-আশুগঞ্জ আসনের ১৭ ইউনিয়নে ১৩২টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৭৩ হাজার ৩১৩ জন ভোটার তাদের ভোটাধিকার ইভিএমে প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
বিএনপির সাংসদ উকিল আব্দুস সাত্তার ভূইয়ার পদত্যাগ করে উক্ত আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উকিল আব্দুস সাত্তার নির্বাচনে অংশ গ্রহন করছেন। স্বতন্ত্র প্রার্থী আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ। জাতীয় পার্টির মনোনিত প্রার্থী কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব আব্দুল হামিদ ভাসানী। ন্যাশনাল পিপলস পাটির প্রার্থী মোঃ আব্দুর রাজ্জাক হোসেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান দুইবারের সাবেক সাংসদ এডভোকেট জিয়াউল হক মৃধা। তিনি দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে সড়ে দাড়িয়েছেন।
উল্লেখ্য যে, একাদশ জাতীয় সংসদের উকিল আব্দুস সাত্তার ভূইয়া গত ১১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সংসদ সদস্য থেকে পদত্যাগ করায় এ আসনটি শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী, আজ বুধবার (১লা ফ্রেরুয়ারী )শূন্য আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
প্রচ্ছদ
সারাদেশ চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ প্রস্তুতি সম্পন্ন, কাল ভোট
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ প্রস্তুতি সম্পন্ন, কাল ভোট

আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৩ | ২:৩৫




আরো খবর


