যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের শিকার কিশোরী অরপিতা আক্তার মিম(১৫) নামে এক কিশোরীকে ৮/৯মাস পর ট্রাভেল পারমিটে ফেরত দিলো ভারতীয় পুলিশ। মঙ্গবার (১৩) জুলাই দুপুর১ টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে হস্থান্তর করে।ফেরতকৃত কিশোরী খুলনার শিরমনি খানজাহান আলী থানার আবির মোল্লার মেয়ে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা(ওসি)মজিবর রহমান জানান, ইমিগ্রেশনে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে কিশোরীকে জাস্টিস এন্ড কেয়ার এনজিও সংস্থার হেফাজতে দেওয়া হয়েছে। জাস্টিস এন্ড কেয়ারের প্রোগ্রামরর অফিসার শাওলী সুলতানা জানান, ভাল কাজের প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে ঐ কিশোরী ভারতে যায়।পরে ভারতের গুজরাট পুলিশের অভিযানে তাকে উদ্ধার করে। অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতীয় গুজরাটের সরকারি এনজিও সংস্থা তাকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে।রাষ্ট্রীয় কাগজপত্রের প্রক্রিয়ায় শেষে দেশে আনা হয়।তাকে ১৪দিনের জন্য প্রতিষ্টানিক হোম কোরেন্টাইনে রাখা হবে।কোরেন্টাইন শেষে তার বাবা মায়ের কাছে হস্থান্তর করা হবে।
0 ভিউবেনাপোল দিয়ে ভারতে পাচার কিশোরীকে ফেরত

আপডেটঃ ১৩ জুলাই, ২০২১ | ২:২৬






