যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের হওয়া মৌসুমি খাতুন (২৫) ও মরিয়ম খাতুন (২৬)নামে দুই কিশোরীকে ৬ বছর পর বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
মঙ্গলবার (২০ জুলাই) বিকাল ৫টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে সোপর্দ করে।
ফেরতকৃত কিশোরীরা যশোর অভয়নগর থানার বাসয়াড়ি উপজেলার শহিদ বিশ্বাসের মেয়ে ও সিরাজগঞ্জ জেলার দুরর্গানগর উপজেলার উল্লাপাড়া গ্রামের বেল্লাল হোসনের মেয়ে মৌসুমি।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মুজিবর রহমান জানান, ইমিগ্রেশনে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা কিশোরীদের জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যা গ্রহন করেছে।
জাস্টিস এন্ড কেয়ার এনজিও সংস্থার যশোর শাখার ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান,ভাল কাজের প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে কিশোরীরা ভারতে গিয়ে বোম্বই শহরে পুলিশের হাতে ধরা পড়ে।তাদেরকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতীয় বোম্বাই রিমান্ড গায়ঘাট পাটনার নমে একটি এনজিও সংস্থ্যা তাকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে।রাষ্ট্রীয় প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটে তাদের দেশে ফেরত আনা হয়।
0 ভিউ