যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ কেজি গাঁজা সহ তবিবর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ জুলাই) রাত এগোরাটার সময় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক তবিবার রহমান বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের আব্দুল রবের ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, পোর্ট থানার এসআই রিয়েল সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন নারায়নপুর কোনাপাড়া গ্রামস্থ জনৈক ইমামুল হক এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ৬ কেজি গাঁজাসহ তবিবর রহমানকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালত পাঠানো হবে।
0 ভিউ