যশোরের বেনাপোল শেখ রাসেল স্মৃতি সংসদের সদস্য ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার(১৬জুলাই) বিকাল৬টার সময় পৌর সভার ৯ নং ওয়ার্ড বড়আঁচড়া অবস্থিত শেখ রাসেল স্মৃতি সংসদের কামাল হোসেনের পরিচালনায় সভাপতি জামাল হোসেন ও সেক্রেটারি শামিম আহম্মেদ এর উপস্থিতে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
যশোর ৮৫ শার্শা ১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন এর পক্ষ থেকে সদস্য ও দুঃস্থদের মাঝে ঈদ পণ্য সামগ্রী বিতরন হয়।এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর ছাত্রলীগের ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ হোসেন,সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ উজ্জ্বল,সাংগঠনিক সম্পাদক আরমান, শেখ রাসেল স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক লিটন সহ সকল নেতৃবৃন্দ।
ঈদ সামগ্রী পেয়ে খুশি হয়ে সাধারণ সদস্যরা জানান, এই মহামারি করোনা ভাইরাসের সময় শেখ রাসেল স্মৃতি সংসদের সদস্যরা এমপি সাহেব পক্ষ থেকে যে সামগ্রী পেয়েছি মাননীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন সহ ক্লাবের সকল নেতৃবৃন্দকে অন্তর থেকে দোয়া করি।