যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫০ পিস ইয়াবাসহ সাজ্জেল হোসেন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩আগষ্ট) সন্ধায় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটকৃত সাজ্জেল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের পশ্চিমপাড়ার খোদা বক্স মোড়েলর ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে,
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি মামুন খানের নেতৃত্বে এসআই তৌফিক রহমন সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামস্থ নিজ বাড়ির উঠান হয়তে ৫০ পিস ইয়াবাসহ সাজ্জেলকে আটক করে। আটকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালত পাঠানো হবে।