বৃষ্টি আসুক, বৃষ্টি ঝড়ুক
ঘন কালো মেঘ ঢেলে দিক তার
সমস্ত উচ্ছ্বাস কদমের ডালে!
চড়ুইয়ের নবদম্পতি নাচুক আনন্দে।
আষাঢ়ের বৃষ্টি নামুক অন্তরের গহীনে,
ধুয়ে -মুছে যাক সব গ্লানি—-
আটপৌরে জীবনের উদ্ভ্রান্ত অবসাদ!
আকাশের গা ছোঁয়া নতুন গল্প আসুক।
লক্ষ কোটি হৃদয় মাঝে -আশার বীজ বুনুক
অন্ধকার এই দুনিয়ায়!
খুব করে চাই ——
বৃষ্টির মাঝে ময়ৃুর ছন্দে, মুখরিত হউক
বেঁচে যাওয়া ক্লান্ত প্রাণ!
বৃষ্টি আসুক! বৃষ্টি ঝড়ুক
ধুয়ে – মুছে যাক, এই সময়ের সব পাপ।
বৃষ্টি আসুক

আপডেটঃ ৬ আগস্ট, ২০২১ | ১২:০২




আরো খবর


