কুমিল্লার বুড়িচংয়ে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে হালিমা খাতুন যোগদান করেছেন।
গতকাল ৬ মার্চ তিনি যোগদান পূর্বক অফিস কার্যক্রম সম্পন্ন করেন।জানা যায় – হালিমা খাতুন ২০১৩ খ্রি. সনের ১৫ জানুয়ারি ঢাকার আগারগাঁওয়ে পরিকল্পনা বিভাগে সহকারী প্রধান পদে প্রথম চাকুরি জীবন শুরু করেন।পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়সহ স্বাস্থ্য ও সেবা বিভাগে অত্যান্ত সুনামের সহিত চাকুরি সম্পন্ন করে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার পদে চাকুরি করেন। পরবর্তীতে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলায় গত ৪ এপ্রিল ২০২০ খ্রি. উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। নাসির নগর থেকে গত ২৮ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান পূর্বক ৬ মার্চ তিনি প্রথম অফিস কার্যক্রম সম্পন্ন করেন।ব্যক্তিগত জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জননী। তার স্বামী এড. মোঃ রফিকুল ইসলাম সুপ্রিম কোর্টের একজন খ্যাতনামা আইনজীবী হিসেবে নিয়োজিত রয়েছেন।
তিনি, সরকারের ভিশন ও মিশন বাস্তবায়নের পাশাপাশি বুড়িচং উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।এদিকে নবাগত ইউএনও এর প্রথম কর্ম দিবসে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠু, উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বুড়িচং থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, উপজেলার ৯ ইউনিয়নের ভূমি কর্মকর্তাগণ,ইউনিয়ন পরিষদ সচিব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
0 ভিউ