কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের আজ্ঞাপুর গ্রামের ভূমিদস্যু আমজাদ ডিলার এর ছোবলে বাকশীমুল গ্রামের বাকশীমুল উত্তর পূর্ব পাড়া,আজ্ঞাপুর, কালিকাপুর ও রাজাপুরের ফসলি জমির ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। জমি আর জমি নেই। জমির নিচ থেকে সরিয়ে নেওয়া হয়েছে বালি মাটি। সাধারণ কৃষক সমাজকে সরকারের ভয় ভীতি দেখিয়ে পুরো কৃষি জমি নষ্ট করে ফেলেছে। ঠিকাদারী কাজের জন্য ৬০-৭০ ফুট মাটির নিচ থেকে বর্ডিং করে নিচের পুরো বালি সরিয়ে নেওয়া হচ্ছে।
কয়েক দফায় এ বিষয় নিয়ে এলাকার সাধারণ কৃষকরা প্রশাসনের সহায়তায় চেয়েছে এবং কয়েক মাস আগে বুড়িচং উপজেলা ভূমি কমিশনার মোবাইল কোর্টের মাধ্যমে আমজাদ ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করে। কিন্তু এ জরিমানা আমজাদ ডিলারের কাছে কিছুই না। আবার শুরু করে দেয় এক্সকেভেটর(ভেকু) দিয়ে ফসলি জমির মাটি কাটা,ডিপ টিউবওয়েলের মতো বর্ডিং করে নিচ থেকে বালি তোলা। এলাকার সাধারণ জনগণ আবারো অভিযোগ করলে গতকাল ৭ আগষ্ট,শনিবার বুড়িচং উপজেলা ভূমি কমিশনার তদন্ত সাপেক্ষে সরজমিনে গিয়ে আবার ৫০ হাজার টাকা জরিমানা করে।
আমজাদ ডিলার এর সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়য়ে কথা বলতে নারাজ। তবে এক পর্যায়ে স্বীকার করেন যে তাকে পূর্বের ন্যায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এলাকার সাধারণ জনগণ কৃষক সমাজ এর স্হায়ী একটি সমাধান চায়। এলাকার সকল মানুষ বলেন আমজাদ ডিলার ক্ষমতার অপব্যবহার করে এবং প্রভাবশালী মহলকে হাতে নিয়ে এ ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে।
0 ভিউ