কুমিল্লার বুড়িচং উপজেলা বাকশীমূল ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ রাসেল (২৫),ইসমাইল হোসেন (৩৯) ও মোঃ ইকবাল হোসেন (২৯)কে আটক করে বুড়িচং থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,কুমিল্লার বুড়িচং থানার ওসি আলমগীর হোসেনের নির্দেশনায় এ এস আই আব্দুল্লাহসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সূত্রের ভিত্তিতে বাকশীমূল ইউনিয়নের সীমান্ত এলাকার ছিনাইয়া গ্রামে অভিযান পরিচালনা করে পাঁচ কেজি গাঁজাসহ মো: রাসেল ও ইসমাইলকে আটক করে। আটককৃতের বাড়ী একই ইউনিয়নের আনন্দপুর গ্রামের মৃত:বাচ্চু মিয়া ছেলে মোঃ রাসেল,ছিনাইয়া গ্রামের সুন্দর আলীর ছেলে ইসমাইল হোসেন।
অপর দিকে গতকাল ১১ আগষ্ট, বুধবার বিকেলে একই এলাকায় অভিযান পরিচালনা করে ১৮০ পিস ইয়াবাসহ ইকবাল হোসেনকে আটক করে পুলিশ। আটককৃতের বাড়ি একই ইউনিয়নের কোদালিয়া গদানগর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
আজ ১২ আগষ্ট দুপুরে তাদের বিরুদ্ধে বুড়িচং থানাতে মাদক আইনে মামলা দায়ের করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
0 ভিউ