কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল-বারেশ্বর-লড়িবাগ সড়কের নির্মিত ব্রিজ ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই সড়কের ব্রিজটি উপর দিয়ে প্রতিদিন লড়িবাগ, রাজাপুর, শঙ্কুচাইল,পাচোড়া ও চড়ানলসহ আশেপাশের এলাকার লোকজন এবং ব্রিজটি পর দিয়ে স্কুল,কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ প্রতিদিন হাজার হাজার মানুষ ও সিএনজি,রিক্সা, অন্যান্য গাড়ি যাতায়াত করে থাকে।
স্থানীয়রা জানান, গত কয়েক বছর যাবৎ ব্রিজটির রেলিং ও ঢালাইয়ের একাংশ খসে পড়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের উপর দিয়ে কোনোমতে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায় যানবাহন মালামাল ঝুঁকি নিয়ে পাড় হচ্ছে এবং কয়েকদিন আগে পিকাআপসহ তিনটি গরু ব্রিজের ফাটল দিয়ে নিচে পড়ে আহত হয়। পরে ঐতিনটি গরু জবাই করে বিক্রি করা হয়েছে। এই ভাবে প্রতিনিয়ত দূর্ঘটনায় শিকার হচ্ছে পথচারীরা।তারা আরো জানান,এই সড়কের কাজ কচ্ছপ গতিতে চলছে, যার কারণে যানবাহন চালাচল করতে অনেক অসুবিধা হচ্ছে । স্থানীয় জনগণ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, উক্ত ব্রিজটি দ্রুত মেরামত বা সংস্কার করে এলাকাবাসীর দুর্ভোগ নিরসনের ব্যবস্থা করে দিতে।
0 ভিউ