গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র শুভ উদ্বোধন করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপির সভাপতিত্বে ৫৪০ টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে চতুর্থ পর্যায়ে ৫০ টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।এরই ধারাবাহিকতায় সোমবার ১৭ এপ্রিল সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের গাজীপুর গ্রামে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভার্চুয়ালী স্হানীয় জনপ্রতিনিধি,জেলা ও উপজেলা প্রশাসন,উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে উদ্বোধন করেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৫ (বুড়িচং-ব্রাক্ষ্মণপাড়া) সংসদীয় আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল হাসেম খান।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা ছালমা ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার,
পি ডব্লিউ ডি উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ারুল আলম মজুমদার ,জেলা ইসালামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুল্লাহ মামুন ,বুড়িচং উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান এড রেজাউল করিম খোকন, উপজেলা ইসলামি ফাউন্ডেশন এর ফিল্ড সুপার ভাইজার মোঃ আব্দুর রহিম।
আরও বক্তব্য রাখেন বুড়িচং থানার ওসি মোঃ ইসমাইল হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,মডেল মসজিদের ঠিকাদার আবদুল জলিল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ওবায়দুল হক লিটন,হাজী বিল্লাল হোসেন চেয়ারম্যান,উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা আব্দুর রহিম,উপজেলা পল্লী বিদ্যুৎ কেন্দ্রের এজিএম মীর আবু জামান, গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সিরাজুল ইসলাম,যুবলীগ নেতা আবদুল হান্নান,মিজানুর রহমান।
ইঞ্জিনিয়ার গোলাম জিলানীর সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন দাতা সদস্যদের মধ্যে আমানউল্লাহ ভুইয়া সহ অন্যান্য দাতা সদস্যগন এবং উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম,মোয়াজ্জিন ও স্থানীয় এলাকাবাসী।
বুড়িচংয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৩ | ১১:০৮




আরো খবর


