বুড়িচং উপজেলায় মেয়েকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে মায়ের আত্মহত্যা। বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে বসত ঘর থেকে তাদের মরদেহ উদ্ধা করা হয়।
তারা হলেন- গোপীনাথপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আবু কালামের স্ত্রী জান্নাত আক্তার (২৪) ও মেয়ে হাজেরা (৪)।
বুড়িচং থানা পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, মা-মেয়ে দুজনের মরদেহ দেখে প্রতিবেশীরা থানায় খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মেয়ের মরদেহ খাটের ওপর পড়ে আছে আর মায়ের লাশ ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলছেন।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মেয়েকে হত্যার পর জান্নাত আক্তার আত্মহত্যা করেছেন। দুজনের মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে মেয়েকে হত্যার পর নিজের গলায় ফাঁস!

আপডেটঃ ৮ জুন, ২০২৩ | ৫:১৬




আরো খবর


