অনুষ্ঠিত ৭ম ধাপের ইউপি নির্বাচনে কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়ন পরিষদের পুনরায়চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোঃ আবদুল করিম, ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ লিটন রেজা (পুনরায়) এবং ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য এস এম জাহেরকে ফুলের শুভেচ্ছা জানান, আলোকিত যুব উন্নয়ন সংস্থার সভাপতি, বিশিষ্ট লেখক ও সাংবাদিক গাজী মুহাম্মাদ জাহাঙ্গীর আলম জাবির।
গত ১২ ফেব্রুয়ারি দুপুরে ইউনিয়ন পরিষদে শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আবদুল ওহাব বীরপ্রতিক,মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাষ্টার সহ আরো অনেকে।
উল্লেখ্য, চেয়ারম্যান আবদুল করিম লেখক ও সাংবাদিক গাজী মুহাম্মাদ জাহাঙ্গীর আলম জাবির এর ফুফাত ভাই, এস এম জাহের ভগ্নিপতি এবং মোঃ লিটন রেজা ভাতিজা। তাদের এ বিজয়ে তিনি ৫ ও ৬ নং ওয়ার্ড সহ বাকশীমূল ইউনিয়ন বাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবদুল করিম, ৫ ও ৬ নং ওয়ার্ডের মেম্বার এস এম জাহের ও মোঃ লিটন রেজা মাদকমুক্ত,ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা,শিক্ষার উন্নয়ন সহ একটি সুন্দর ও শান্তিপূর্ণ সহঅবস্থান গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার কথা জানান এবং ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন।
0 ভিউ