নিজস্ব প্রতিবেদক: কোরবানির ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন হাটে জমে উঠেছে গরু কেনাবেচা। তবে এবার বিক্রেতারা বলছেন, ছোট ও বড় গরুর তুলনায় মাঝারি আকারের গরুর চাহিদা বেশি হলেও, সেই অনুপাতে বিক্রি এখনো আশানুরূপ নয়।
রাজধানীর গাবতলী পশুর হাট ঘুরে দেখা গেছে, ছোট আকারের গরুর দাম শুরু হচ্ছে ৭০-৮০ হাজার টাকা থেকে। মাঝারি গরু বিক্রি হচ্ছে ১ লাখ ৪০ হাজার থেকে ২ লাখ ৩০ হাজার টাকার মধ্যে। বড় গরু ৩ লাখ থেকে শুরু করে ৬-৭ লাখ টাকাও হাঁকা হচ্ছে। তবে দাম ও বাজেটের ব্যবধান, ক্রয়ক্ষমতার সীমাবদ্ধতা এবং বাজার পরিস্থিতির অনিশ্চয়তার কারণে অধিকাংশই শুধু খোঁজ-খবর নিয়ে চলে যাচ্ছেন।
এক বিক্রেতা বলেন, “মাঝারি গরু অনেক আগেই তুলে এনেছি হাটে। আগ্রহ আছে, কিন্তু লেনদেন কম। দাম বললেই ক্রেতা মুখ ফিরিয়ে নিচ্ছে।” অন্যদিকে ক্রেতারা বলছেন, হাটে মাঝারি গরুর সরবরাহ ভালো হলেও দাম তুলনামূলক বেশি। শহিদুল নামে এক ক্রেতা জানান, “একই আকৃতির গরু গত বছর যে দাম পেয়েছিলাম, এবার সেটা দাম চাইছে একটু বেশি।” গতকাল পর্যন্ত হাটে ছোট ও মাঝারি গরু ও ছাগলের বিক্রি ছিল বেশি। গতকাল বুধবার রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাটসহ কয়েকটি হাটে এমন চিত্রই দেখা গেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, সরবরাহ ভালো হলেও বাজারে টাকার জোগান সংকুচিত থাকায় বিক্রেতাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। ফলে শেষ সময়ের দিকে দাম কিছুটা কমার সম্ভাবনা থাকলেও এখনই বিক্রেতারা গরু কম দামে ছাড়তে রাজি নন।
Leave a Reply