ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে এমপি পদে উকিল আবদুস সাত্তার ভূইয়া (স্বতন্ত্র) জয়ী হয়েছেন। বেসরকারি ভাবে তাঁকে বিজয়ী ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহাগীর আলম।
সরাইল ও আশুগঞ্জ উপজেলার মোট ১৩২ টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূইয়া (কলারছড়ি) পেয়েছেন ৪৪৯১৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ আবদুল হামিদ (লাঙ্গল) ৯৬৩৫ ভোট, আবু আসিফ আহমেদ মটরগাড়ি (কার) স্বতন্ত্র ৩২৬৯, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল (গোলাপফুল) ১৮১৮ ভোট, এডঃ জিয়াউল হক মৃধা ৪৮৪ ভোট।
মোট ১৩২ কেন্দ্রের ৩৭৩৩১৯, প্রাপ্ত ভোটের সংখ্যা ৬০১২২।
0 ভিউ