চলমান লকডাউনের আজ ৬ষ্ঠ দিন। ৬ষ্ঠ দিনে এসে রাস্তায় বেড়েছে যানবাহন চলাচল। শুধু যানবাহন নয়; বেড়েছে রাস্তায় মানুষের চলাচলও। নানা অজুহাতে রাস্তায় বের হচ্ছে মানুষ। যার ফলে সকাল থেকেই বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। বিনা প্রয়োজনে রাস্তায় বের হলেই গ্রেপ্তার কার্যক্রম চলছে।
মঙ্গলবার (৬ জুলাই) রাজধানীর রামপুরা, বাড্ডা ও হাতিরঝিল এলাকায় দেখা যায় পুলিশি তৎপরতা। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এখানে কাজ করছেন। অপ্রয়োজনে রাস্তায় বের হলেই করা হচ্ছে গ্রেপ্তার। সরকারি বিধিনিষেধের প্রজ্ঞাপন অনুযায়ী কাজ করছেন বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা।
কেউ থালাবাসন কিনতে, কেউ বা সেজেগুজে অসুস্থ মাকে দেখতে যাওয়ার ও অযুহাত দিতে দেখা গিয়েছে। কেউ কেউ সিগারেট কিংবা চা খেতেও মেইন রাস্তায় বের হচ্ছেন। আবার ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যেও অনেকে রাস্তায় বের হচ্ছেন। কেউ কেউ টিসিবির পণ্য কিনতে বের হচ্ছেন রাস্তায়।
পথচারীদের সাথে কথা হলে তারা বলেন, আমরা আমাদের প্রয়োজনেই বের হইছি। কাজের সন্ধানে বের হইছি। লকডাউন আর কত দিন বসে থাকবো ঘরে।
তবে অনেক পথচারী নির্দিষ্ট কোন কারণ দেখাতে পারেনি।
রামপুরা পুলিশ সার্জেন্ট আজিজ বলেন, আমরা যথেষ্ট চেষ্টা করছি সাধারণ মানুষের ভোগান্তি যাতে না হয়। যারা রাস্তায় অপ্রয়োজনে বের হচ্ছে তাদের আমরা আটক করছি। জরুরি কারণ ছাড়া কাউকেই আমরা রাস্তায় থাকতে দিচ্ছি না।
0 ভিউ