ই-কমার্স কোম্পানি ইভ্যালির এক হাজার কোটি টাকার বেশি দায়-দেনা ছিল জানিয়ে র্যাব বলেছে, কোম্পানি দেউলিয়া ঘোষণা করার পরিকল্পনা ছিল।
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এ কথা জানায় র্যাব।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর কুর্মিটোলায় র্যাবের সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা জানান।
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইভ্যালির দেনা দাঁড়িয়েছে ৪০৩ কোটি টাকা। তাদের সম্পদ ছিল ৬৫ কোটি টাকা।’
ব্যাংকে মাত্র ৩০ লাখ টাকা আছে জানিয়ে র্যাব মুখপাত্র বলেন, ‘নানা পণ্য বাবদ গ্রাহকদের কাছ থেকে অগ্রিম নেওয়া হয়েছে ২১৪ কোটি টাকা এবং গ্রাহক ও অন্যান্য কোম্পানির কাছে বকেয়া আছে ১৯০ কোটি টাকা।’
সংবাদ সম্মেলনে বলা হয়, রাসেল ও শামীমা পদাধিকারবলে নিজেরা মাসে ৫ লাখ টাকা টাকা করে বেতন নিতেন। তারা কোম্পানির অর্থে ব্যক্তিগত ১টি দামি গাড়ি ব্যবহার করেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে রাসেল ও শামীমাকে তাদের রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব।
গুলশান থানায় এক গ্রাহকের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
0 ভিউ