আজ ৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে দশটায় তিতাসের জিয়ারকান্দি সমাজকল্যাণ সংঘ’র উদ্যোগে প্রতিবন্ধী পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়। সংগঠনটির উদ্যোগে জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর ও জিয়ারকান্দি গ্রামের দু’টি প্রতিবন্ধী অসহায় পরিবারের মাঝে ১ মাসের জন্য চাল, ডাল, আটা, তেল, ডিম, মসলা ও মুরগীসহ যাবতী নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী (যার মূল্য প্রায় দশ হাজার টাকা) প্রদান করা হয়েছে।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলার আহবায়ক ও জিয়ারকান্দি সমাজকল্যাণ সংঘ’র উপদেষ্টা মো. আলী আশরাফ খান, সমাজ সেবক ও এই সংগঠনের উপদেষ্টা মোঃ মকবুল হোসেন সরকার, প্রতিবন্ধি কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং এই সংগঠনের উপদেষ্টা মোঃ আরিফুল ইসলাম রাসেল ও প্রতিবন্ধি কল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃ সজীব সরকার বাবু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জিয়াকান্দি সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মোঃ শামীম সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আলম সরকার, কার্যকরী সদস্য মোঃ ইয়াছিন, মোঃ বাইদুল সাজ্জাত, মোঃ হাসিব, মোঃ খাইরুল ইসলাম, মোঃ শাহিন আহমেদ, মোঃ শাহীন প্রমুখ।
উক্ত খাদ্য সহায়তা প্রদানের প্রাক্কালে সংগঠনের কার্যালয়ের সামনে উপস্থিত হন সকল সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এসময় সংগঠনের উপদেষ্টা কবি মো. আলী আশরাফ খান বলেন,’ আমাদের তরুণরাই যুগে যুগে সমাজকে অন্ধকার হতে আলোর দিকে টেনে আনে। এরই ধারাবাহিক চিত্র ও সামাজিক দায়বদ্ধতা কাঁধে নিয়ে প্রতিষ্ঠা হয়েছে জিয়ারকান্দি সমাজকল্যাণ সংঘ।
আমরা এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করার সুযোগ পাওয়ায় নিজেদের ধন্য মনে করছি’।