মমিনুল ইসলাম মোল্লা ডিজিটাল রিপোর্টিং ও সম্পাদনা বিষয়ে রয়টার্স আয়োজিত অনলাইনে একটি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন । তিনি কুমিল্লা থেকে প্রকাশিত দেশের প্রাচীনতম সাপ্তাহিক সংবাদপত্র “আমোদ’ এর মুরাদনগর ( কুমিল্লা) প্রতিনিধি। তাছাড়া তিনি প্রভাষক কলামিস্ট ও মানবাধিকার কর্মী হিসেবে বিশেষভাবে পরিচিত।
সম্চাপলু করেছে ফেসবুক জার্নালিজম প্রজেক্ট ও রয়টার্স। তিনি বলেন, ‘রয়টার্স ডিজিটাল জার্নালিজম কোর্স’ নামের এই প্রশিক্ষণ বিনা মূল্যে করা যায়। বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিকের ৯টি দেশের সাংবাদিকদের জন্য চালু করা হয়েছে এই প্রোগ্রাম। নবীন এবং প্রভিন্স সংবাদিক গ্রহণ এ প্রশিক্ষণ গ্রহণ করে বিশেষভাবে উপকৃত হবেন।
‘রয়টার্স ডিজিটাল জার্নালিজম কোর্স’টি চারটি মডিউলের মাধ্যমে – ডিজিটাল সংবাদ সংগ্রহ, যাচাইকরণ এবং রিপোর্টিং, সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যকরভাবে প্রকাশ করা এবং সুস্থতা ও সহনশীলতা, এই প্রশিক্ষণ দেয়া হয়।
মমিনুল ইসলাম মোল্লা ১৯৯০ সালে খুলনা থেকে প্রকাশিত সাপ্তাহিক “গ্রামাঞ্চল’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় প্রবেশ করে এ পর্যন্ত বহু প্রশিক্ষণ গ্রহণ করেছেন ।এর মধ্যে রয়েছে ( বি সি ডি জে সি) ও পিআইবির প্রশিক্ষণ । তিনি ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এশিয়াটিক সোসাইটির নিয়ন্ত্রণে মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণা মূলক
নিউ জীত ছিলেন। তিনি বর্তমানে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার হায়দ্রাবাদ গ্রামে অবস্থিত সামছুল হক কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়ে একজন প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া একজন মানবাধিকার কর্মী হিসেবে তিনি ” নিরাপদ চিকিৎসা চাই ” সংগঠনের কুমিল্লা জেলা কমিটিতে সিনিয়র সহ -সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন -শুধুমাত্র কাগজ-কলম নিয়ে সাংবাদিকতা করার দিন শেষ হয়ে গেছে। ডিজিটাল যুগে সাংবাদিকতা করার জন্য ” ডিজিটাল জার্নালিজম ” বিষয়ে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।
মমিনুল ইসলাম মোল্লা,০১৭১১-৭১৩২৫৭, সংযুক্তি :১/রয়টারের ছবি ২/মমিনুল ইসলাম মোল্লার ছবি ৩/রয়টারের প্রশিক্ষণ লিংকhttps:// reutersdigitaljournalism.com
৪/অর্জিত সনদপত্র ছবি
শেয়ার করুনঃ