1. admin@bdkhabor.com : বাংলাদেশ খবর :
       
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
স্বাগতম

সবার আগে সকল ধরনের খবর পেতে বাংলাদেশ খবর এর সঙ্গে থাকুন। আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল ঘটনার তথ্য দিয়ে সহযোগিতা করুন, আপনার মতামত তুলে ধরুন আমাদের মাধ্যমে। আমরা আছি আপনার পাশে bdkhabor.com. তথ্য পাঠাতে: Infobdkhabar@gmail.com ★ ধন্যবাদ★ 

জীবনে নতুন ভালোবাসার ইঙ্গিত মনীষার

  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
মনীষা কৈরালা

মনীষা কৈরালা দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত জীবনকে রেখেছিলেন সমস্তধরনের লাইমলাইট থেকে দূরে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যাপারে, বিশেষ করে ‘ভালোবাসা’ নিয়ে কথা বললেন হীরামান্ডি অভিনেত্রী। জীবনে বর্তমানে কোনো সঙ্গী আছে কিনা, জিজ্ঞাসা করা হলে, মনীষার কাছ থেকে জবাব এল, তিনি অবাক হযন এটা ভেবে যে, লোকেরা কীভাবে ধরে নিতে পারে যে তার কোনো সঙ্গী নেই।

পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন মনীষা। জীবনে একজন সঙ্গীকে ‘মিস করা’র বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, যার পরে তিনি তার প্রেমের জীবন সম্পর্কে একটি ইঙ্গিত দিয়েছিলেন।

মনীষা বলেন, ‘কে বলেছে আমার নেই (লাইফ পার্টনার)? হ্যাঁ এবং না, কারণ আমি কে এবং আমি নিজে কীভাবে জীবন কাটাতে চাই, তা আমি জানি। যদি কোনো সঙ্গীকে আমার জীবনে আসতে হয়, তার জন্য নিজের জীবনযাত্রার সঙ্গে আপস করতে পারব না। আমার যে জীবনযাত্রার মান রয়েছে তা ছেড়ে দিতে চাই না। সঙ্গী যদি এর সঙ্গে ছন্দ মিলিয়ে আমার পাশে হাঁটতে পারে, আমি খুশি। তবে এই মুহূর্তে আমি যেরকম আছি, তাতে কোনো বদল চাই না। 

মনীষা আরও বলেন, ‘জীবনে যদি সঙ্গী আসার হয়, আসবেই। জীবন পরিপূর্ণ করার জন্য কাওকে খোঁজার দরকার নেই। বরং দুটো মানুষের মিল হলেই তারা একই সরলরেখায় চলবে। আমি এখন যে জীবন আমার আছে, তা নিয়ে খুশি। আমি এখানে নিজের স্বাধীনতা, ভালোলাগা এবং পরিপূর্ণতার অনুভূতি পাই। আমি এভাবেই চালিয়ে যেতে চাই।’

২০১০ সালের ১৯ জুন, মনীষা কৈরালা কাঠমান্ডুতে অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে নেপালি ব্যবসায়ী সম্রাট দাহালকে বিয়ে করেন। ২ বছর পর ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এই বছরই অভিনেত্রীর ডিম্বাশয়ের ক্যানসার ধরা পড়ে। তখন থেকেই ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রেখেই রেখেছেন তিনি।

গত বছর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ ছবিতে অভিনয় করে মন জয় করেন তিনি।

চলন্তিকা উচ্চবিদ্যালয়

এই সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2025 bdkhabor
Designed By Barishal Host