কুমিল্লার চান্দিনা ছোট ছেলের বউ বৃদ্ধ শশুরকে নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার বানিয়াচং গ্রামে সোমবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
নির্যাতিত শশুর সিরাজুল ইসলাম জানান, গত কয়েক বছর আগে আমার ছোট ছেলের সাথে রুমা আক্তারের ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকেই ওই সংসার থেকে বাহির করে দেওয়ার জন্য বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করত। এরই সূত্র ধরে গতকাল সোমবার দুপুরে রুমা শ্বশুর সিরাজুল ইসলামকে লাঠি দিয়ে পিটিয়ে নিলা ফুলা জখম করে মারাত্মকভাবে আহত করে। এ সময় থানায় অভিযোগ করিলে তাদের জীবনে মেরে ফেলবে বলে হুমকি দেয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসা করান।
এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক অভিযুক্তদের ব্যাপারে ব্যাবস্থা গ্রহণ করা হবে।