কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘ইনসাফ’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক শরীফুল রাজ। ইতোমধ্যেই সিনেমাটি ঘিরে দর্শক আগ্রহ তুঙ্গে। কারণ এ দুজনের সঙ্গে পর্দায় দেখা মিলবে মোশাররফ করিমের।
সব মিলিয়ে ইনসাফ হতে যাচ্ছে এবারের ঈদের অন্যতম প্রত্যাশিত সিনেমা। ‘ইনসাফ’ দিয়ে নিজেকে নতুন করে মেলে ধরতে চলেছেন ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বড়পর্দায় এবার তার দেখা মিলবে ভিন্নরুপে। তাই ফারিণ ভক্তদের কৌতুহলের যেন শেষ নেই।
ফারিণও মানছেন, এটি তার জন্য বিশেষ সুযোগ। এই সিনেমা তাকে নিয়ে যাবে ভিন্ন লেভেলে। বুধবার (৪ জুন) সন্ধ্যায় গুলশানের একটি ক্লাবে ইনসাফের মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে বড় পর্দায় অভিষেক প্রসঙ্গে ফারিণ বলেন, “একটা সময় আমি নিয়মিত নাটকে কাজ করতাম।
সেখান থেকে কিছুটা বিরতি নিয়ে ওটিটিতে গিয়েছি। তখন অনেকে বলেছেন, নাটকেই তো ভালো ছিলাম। ওটিটিতে যাওয়ার কি দরকার ছিল। ওটিটিতে সফলতা পাওয়ার পর আবার সিনেমায় পথচলা শুরু করলাম। তখনও অনেকেই একই কথা বলেছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে, একটা জায়গায় আমি খুব বেশিদিন ভালো থাকি না। নতুন নতুন চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে। সেই চ্যালেঞ্জ নিয়েই ‘ইনসাফ’ সিনেমাটি করেছি।”
তাসনিয়া ফারিণ আরও বলেন, ‘আমি নিজেকে সব সময় ভিন্ন জায়গায় নিতে চেয়েছি। এখন আমার ধ্যান-জ্ঞান সিনেমা। সেই জায়গা থেকে মনে হয়েছে ‘ইনসাফ’ আমাকে ভিন্ন একটি জায়গা তৈরি করে দিতে সহায়তা করবে। তাই এই সিনেমায় যুক্ত হয়েছি। আমরা সবাই সিনেমা মিলে অনেক শ্রম দিয়ে সিনেমাটি করেছি।’
এই সিনেমা তাকে অন্য লেভেলে নিয়ে যাবে বলে উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, ইনসাফ আমাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার মতো সিনেমা। কমার্শিয়াল সিনেমায় ফিমেল লিড যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ইনসাফ দেখলে দর্শক বুঝবেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা সঞ্জয় সমদ্দার, নায়ক শরিফুল রাজসহ সিনেমার কলাকুশলীরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক দেলোয়ার জাহান ঝণ্টু, মুশফিকুর রহমান গুলজার, শাহীন সুমন, প্রযোজক খোরশেদ আলম খসরু, আব্দুল্লাহ জহির বাবু, গীতিকবি শওকত আলী ইমনসহ আরও অনেকে।
Leave a Reply