জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী,মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ আগষ্ট, রবিবার দক্ষিণ জেলা আওয়ামীলীগের উদ্যােগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন সহ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সরওয়ার। বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মমিন মজুমদার,সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী দত্ত, দপ্তর সম্পাদক রূপম মজুমদার,প্রচার সম্পাদক কামাল উদ্দিন,বন ও পরিবেশ সম্পাদক ফরহাদুল মিজান,যুব ও ক্রীড়া সম্পাদক খালেদ আহমেদ চঞ্চল,মহিলা সম্পাদিকা নাসরিন আক্তার মুন্নী,সাংস্কৃতিক সম্পাদক আশিকুন্নবী বাপ্পী।
0 ভিউ