কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮দশমিক ৩ শতাংশ।
এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১৬ জন। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেলে আগামী নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,৭ আগস্ট বিকেল থেকে ৮ আগস্ট শনিবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯১৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্তদের মধ্যে ১১৯ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা।
বাকিদের মধ্যে আদর্শ সদরের ৮, সদর দক্ষিণের ২৪, বুড়িচংয়ের ৩৮, চান্দিনায় ১৪, চৌদ্দগ্রামের ৩৩, দেবিদ্বারের ৩০, দাউদকান্দির ৬৯, লাকসামের ১৬, লালমাইয়ের ৯, নাঙ্গলকোটের ৪২, বরুড়ার ৪২,মনোহরগঞ্জের ২৩, মেঘনায় ২০, হোমনায় ৪৩, তিতাস১, ব্রাক্ষণপাড়া ১৯, মুরাদনগরের উপজেলার ৪ জন।
যারা মারা গেছেন তাদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন ৫ জন এবং দেবিদ্বার, বরুড়া, চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জের ২ জন করে রয়েছে।এদিকে বুড়িচং,আদর্শ সদর, দাউদকান্দির ১ জন করে রয়েছে। মৃতদের মধ্যে ৮ জন নারী এবং ৮ জন পুরুষ।
জেলায় এ পর্যন্ত ৩৪ হাজার ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০৭ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭৪জন। এনিয়ে মোট সুস্থ হলেন ১৮ হাজার ৩৬৫ জন।