সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কুমিল্লার লাকসাম উপজেলার লাকসাম পূর্ব নরপাটি ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ, মঙ্গলবার বিকেলে নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুছ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের, গোলাম রব্বানী মজুমদার, আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুর রব মজুমদার, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, লাকসাম পূর্ব নরপাটি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আলী আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ তাজুল ইসলাম।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তাজুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকগণ সাংগঠনিক চিত্র তুলে ধরেন।
সভার শুরুতে প্রয়াত নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
কুমিল্লার লাকসামে আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেটঃ ২২ মার্চ, ২০২২ | ৯:১৯






