কুমিল্লায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠা সাগর মিয়াকে রাজধানীর ডেমরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোর ৫টার দিকে ডেমরার মাতুয়াইল এলাকার একটি বাসা থেকে একটি পিস্তল ও দুটি গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায় – কুমিল্লার তিতাসে শামসুল হুদা নামে এক পল্লি চিকিৎসকের চেম্বারে ঢুকে পিস্তল ঠেকিয়ে ৩৯ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে সাগরের বিরুদ্ধে। রোববারের ওই ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়। এরপর তাকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশের একাধিক দল।
কুমিল্লায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠা সাগর মিয়াকে রাজধানীর ডেমরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোর ৫টার দিকে ডেমরার মাতুয়াইল এলাকার একটি বাসা থেকে একটি পিস্তল ও দুটি গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
সাগরের বাড়ি কুমিল্লার শাহপুর গ্রামে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লার তিতাসে শামসুল হুদা নামে এক পল্লি চিকিৎসকের চেম্বারে ঢুকে পিস্তল ঠেকিয়ে ৩৯ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে সাগরের বিরুদ্ধে। রোববারের ওই ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়। এরপর তাকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশের একাধিক দল।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ।
পুলিশ সুপার জানান, রোববার বিকেলে চাঁদাবাজির ঘটনার পর সিসিটিভির ফুটেজটি ভাইরাল হয়। পরে পুলিশের একাধিক দল সাগরকে ধরতে অভিযান চালায়। সোমবার ভোর ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাগরকে আটকের পর পল্লি চিকিৎসক শামসুল হুদা বলেন, ‘সন্ত্রাসী সাগর এলাকায় যেন আর প্রভাব দেখাতে না পারে সে ব্যবস্থা করতে হবে। পুলিশ দ্রুত সময়ে তাকে আটক করেছে শুনে খুশি হয়েছি।’
পুলিশ সুত্র জানায় -সাগরের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছেন। চাঁদাবাজির ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির আরও দুটি মামলা হবে। মঙ্গলবার সকালে তাকে কুমিল্লা আদালতে প্রেরন করা হবে।
0 ভিউ