ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ উচ্চমাধ্যমিক পাশ করেছেন দুর্জয় বণিক। ছোটবেলা থেকেই গান করেন এই তরুণ। তার প্রিয় গায়ক তাহসান ও কলকাতার অনুপম রায়।
করোনার দীর্ঘ অবসরেও নিজেকে গানে সমর্পণ করেছেন দুর্জয়। সে ধারাবাহিকতায় প্রকাশ করলেন নিজের প্রথম মৌলিক গান ‘কিছু ইচ্ছে’।
দুর্জয়ের জন্য গানটি লিখেছেন তার চাচা রাতুল বণিক। সুর করেছেন কণ্ঠশিল্পী নিজেই। সংগীত করেছেন অভ্র রনি ও সালমান।
এত দিন প্রিয় শিল্পীদের গান কাভার করেছেন দুর্জয়। স্বভাবতই মৌলিক নিয়ে ভীষণ খুশি।
তিনি বলেন, “সব সময় তো অন্যের গান গেয়েছি। তবে মৌলিক গানের সুর করা নিয়ে অনেকটা দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম। প্রায় চার মাস গানটি নিয়ে কাজ করে শেষ পর্যন্ত প্রকাশ করতে পেরে খুশি।”
“প্রথমবার কাজ করতে গিয়ে অনেক কিছুই অজানা ছিল, নতুন করে শিখলাম। সীমাবদ্ধতা কিছু ছিল, নয়তো গানটা আরও ভালো গাইতে পারতাম। সামনে আরও ভালো কিছু দেওয়ার প্রত্যাশা করছি।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কিছু ইচ্ছে’ ভালোই সাড়া পেয়েছে বলে জানান নবীন গায়ক। সবার প্রতি কৃতজ্ঞতাও জানান।
গীতিকার রাতুল বলেন, “লেখালিখি করার অভ্যাস কম-বেশি আছে। দুর্জয়ের গায়কী খুব ভালো বলেই গান লেখার নতুন কাজটা নিলাম। ভালোবাসার মানুষ যেখানেই থাকুক ভালো থাকুক— এই বিষয় মাথায় রেখেই গান লিখেছি। সুরটা যখন দুর্জয় করলো খুব ভালো লাগলো।”
সবার কাছে দুর্জয়ের জন্য দোয়া চান রাতুল।
0 ভিউ