আমাকে এত দুর্বল করলে কেন খোদা,
অন্যের ইচ্ছাতে চলতে হয় কালোকে বলতে হয় সাদা।
মাঝে মাঝে বলশলীরা চরাও হয় আমার উপর,
নির্বিঘ্নে চালায় ‘ অত্যাচারের স্টীম রোলার।
অন্যায়কে প্রতিহত করার শক্তি আমায় দাও,
নির্যাতিতকে বল দাও ,অত্যাচারীকে জ্বালাও পোড়াও।
–মোঃ মমিনুল ইসলাম।
0 ভিউ