একাত্তরের রণাঙ্গন: মুরাদনগরে হত্যা ও গণহত্যা - বিডি খবর ডটকম
ঢাকা, বাংলাদেশ | শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ , ২৪ অগ্রহায়ণ ১৪৩০

শিরোনামঃ

প্রচ্ছদ বিশেষ সংবাদ সারাদেশ চট্টগ্রাম কুমিল্লা মুরাদনগর সারাদেশ একাত্তরের রণাঙ্গন: মুরাদনগরে হত্যা ও গণহত্যা

একাত্তরের রণাঙ্গন: মুরাদনগরে হত্যা ও গণহত্যা

bd

 ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির ওপর ‘অপারেশন সার্চলাইট’-এর নামে পাকিস্তান সেনাবাহিনী হত্যাকাণ্ড চালায়। এ ধরনের হত্যাকাণ্ড বিশ্বে নজিরবিহীন। এখনো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গণহত্যার স্বীকৃতি মেলেনি। বিশ্বের অন্যতম ভয়াবহ গণহত্যার শিকার হয় ৩০ লাখ মানুষ। পাকিস্তান সেনাবাহিনী তাদের এ–দেশীয় দোসর শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহযোগিতায় এ হত্যাকাণ্ড চলে। বধ্যভূমিতে অসংখ্য মাথার খুলি, হাড়গোড় ও চুল পাওয়া গেছে। রামচন্দ্রপুর গণহত্যাঃ ২৪ মে সোমবার। কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বাখরাবাদ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী রাজাকারদের সহযোগিতায় রামচন্দ্রপুর বাজার সংলগ্ন হিন্দু অধ্যুষিত গ্রাম বাখরাবাদে নৃশংস গণহত্যা চালায়। প্রায় দেড় শতাধিক হিন্দু নারী পুরুষ পাক হানাদার বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে হত্যা শেষে বাড়িঘরে আগুন দিয়ে লুটপাট করে। পাক হানাদার বাহিনী হত্যাযজ্ঞের পর হিন্দু সম্প্রদায়ের ২১ জন ব্যক্তিকে পার্শ্ববর্তী দেবিদ্বার ক্যাম্পে ধরে নিয়ে পরদিন ১৮ জনকে এক সাথে গুলি চালিয়ে হত্যা করে। ১০০টি ঘরে লুটতরাজ করে। এদের মধ্যে বাখরাবাদ গ্রামের শহীদ হরেন্দ্রচন্দ্র সাহার ছেলে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া দণি হরেকৃষ্ণ সাহা জানান, ৭১’র ২৪ মে সোমবার ভোর ৫টায় পাক হানাদার বাহিনী আমাদের গ্রামে প্রবেশ করে হত্যাকান্ড চালায়, হত্যাকান্ড চলে দুপুর ২টা পর্যন্ত । বাড়ী ঘরে আগুন ধরিয়ে দেয় এবং লুটপাটসহ নারী ধর্ষণ করে। তিনি আরো জানান, তখন সে মেট্রিক পরীক্ষার্থী ছিল। পাক বাহিনীরা তার বাবা হরেন্দ্র চন্দ্র সাহাকে হত্যা করে তাকে দেবিদ্বার ক্যাম্পে ধরে নিয়ে যায়। চাপিতলা যুদ্ধ ও গণহত্যাঃ রাত চারটার (৭ নভেম্বর) সময় পাকিস্তানি বাহিনী তাদের চাপিতলা অবস্থান থেকে মুক্তিবাহিনীর প্রতিরক্ষা অবস্থানের ওপর একেবারে সামনাসামনি আক্রমণ শুরু করে দেয়। সামনে থেকে আসা শত্রুর এই আক্রমণ মুক্তিযোদ্ধারা অত্যন্ত বীরত্ব ও সাফল্যের সঙ্গে সম্পূর্ণ পযু‌র্দস্ত করে দেন। জ্যোৎস্নার আলোয় এই আক্রমণ দিবালোকের মতো পরিষ্কার দেখা যাচ্ছিল। মুক্তিযোদ্ধাদের গুলির আঘাতে ও মাইনের বিস্ফোরণে শত্রুসেনাদের মাটিতে লুটিয়ে পড়ার দৃশ্য—যুদ্ধক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের মনোবল আরও বাড়িয়ে দেয়। তাঁরা প্রাণপণে যুদ্ধ চালিয়ে যান। আক্রমণের সব রণকৌশল উপেক্ষা করে পরদিন (৮ নভেম্বর) সকাল নয়টায় উত্তর–পশ্চিম দিক থেকে ৩ ইঞ্চি মর্টার এবং রিকয়েললেস রাইফেলের ফায়ারিংয়ের সাহায্যে পাকিস্তানি বাহিনী শেষবারের মতো মুক্তিবাহিনীর অবস্থানের ওপর পুনঃ আক্রমণ শুরু করে। প্রস্তুত মুক্তিবাহিনীও তাদের সর্বশক্তি দিয়ে পাল্টা আক্রমণের ধারা অব্যাহত রাখে। ৩ ঘণ্টা স্থায়ী রক্তক্ষয়ী মরণপণ লড়াইয়ের পরও হানাদার পাকিস্তানি বাহিনী বিন্যাসভূমি থেকে মুক্তিবাহিনীর প্রতিরক্ষা অবস্থানের দিকে অগ্রসর হতে ব্যর্থ হয়। ইপিসিএএফ, রাজাকার এবং নিয়মিত পাকিস্তানি বাহিনীর অনেক সৈন্য মুক্তিবাহিনীর অবস্থানের অনতিদূরে মুক্তিযোদ্ধাদের বুলেটের আঘাতে অসহায়ভাবে লুটিয়ে পড়তে থাকে। পরিষ্কার দিনের আলোয় মুক্তিবাহিনী শত্রুসেনাদের হত্যা করে তাদের সব চেষ্টা ও মনোবলকে ধূলিসাৎ করে দেয়। একপর্যায়ে দুপুর ১২টার দিকে মুক্তিবাহিনীর গোলাবারুদ কমে আসে। ফলে রণকৌশলগত কারণে তারা (মুক্তিবাহিনী) দক্ষিণ বাংগোড়া গ্রাম থেকে পশ্চাদপসরণ করে। এই যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর ২ জন অফিসারসহ মোট ৫৮ জন সৈন্য নিহত হয়। অন্যদিকে অমিত বিক্রমে যুদ্ধ করে মুক্তিযোদ্ধা হাবিলদার রমিজ, এম‌ওডিসির সিপাহি বাচ্চু মিয়া, গেরস্থের কামলা গনি মিয়া এবং গণযোদ্ধা আবুল বাশার দেশের জন্য শাহাদত বরণ করেন। পাকবাহিনী জানঘরের মুক্তিযোদ্ধা চারু মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করে। চাপিতলায় ২ শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ২০ অক্টোবর চাপিতলা থেকে ৩ জন মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে ক্যন্টেমেন্টে হত্যা করা হয়।তাদের কবর সেখানে রয়েছে। শহীদ মুক্তিযোদ্ধারা হলেন শাহজাহান, বিল্লাল হোসেন ও রাজা মিয়া । এছাড়া কামাল্লা বাজারের দক্ষিণের হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। মুরাদনগর সদরের কৃষ্ণনাথের বাড়িতে আগুন লাগায়। কোম্পানীগঞ্জ নিকটে নগরপাড়ের রায় বাড়িতে, রায়তলার গনি সুবেদার বাড়ি, পালাসুতার মতিন কমান্ডারের বাড়িতে পাক সেনারা অগ্নিসংযোগ করে পাক বাহিনী হিন্দু-মুসলমন, নারী-পুরুষ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষদের হত্যা করে। তারা জাঙ্গাল গ্রামের অজ্ঞাতনামা এক মুক্তিযোদ্ধাকে হত্যা করে। বুড়ি নদীর তীরে এনে হত্যা : গাঙ্গেরকোট গ্রামের পাক বাহিনীর ক্যাম্পে অবস্থানকারী সেনারা আন্দিকোট ও ইসলামপুর থেকে ধরে আনা লোকদের বুড়ি নদীর তীরে এনে হত্যা করে। তারা সবাই ছিল সাধারণ গ্রামবাসী। শহীদদের মধ্যে আন্দিকোট গ্রামের বৃন্দাবন ভৌমিক পিতা রাজকৃষ্ণ ভৌমিক , মনমোহন দেবনাথ দারীকা দেবনাথ ,রমনী সরকার পিতা অজ্ঞাত , মতিলাল দেবনাথ নিবারন দেবনাথ, মনমোহন সাহা আরাহসাহা , ইন্দ্রজিত সাহা মনমোহন সাহা ।ও শহীদ শুলতান আহম্মদ কলুমুদ্দীন।এছাড়া কৈজুরি গ্রামে পাকিস্থানী সেনারা একজন গ্রামবাসীকে হত্যা করে। ১৫ ডিসেম্বর মুরাদনগর ডিআর হাই স্কুলের ছাত্র রফিক বিজয়োল্লাস করতে করার সময় (নবীপুরের) গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নামাজের প্রস্তুতিকালে দড়ানীপাড়ায় গণহত্যা: গ্রামের কয়েকজন যুবক ভোরে ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছিল। এসময় তাদেরকে ধরে নিয়ে লাইনে দাঁড় করিয়ে মেরে ফেলে বাচ্চু মিঞা, ওহাব আলী ও সামশুল হক সহ ৭ জনকে। তাদেরকে তাদের পারিবারিক গোরস্থানে কবর দেয়া হয়। শহীদ বাচ্চু মিয়া পিতা মোসকত আলী দরানী পাড়া , শহীদ আব্দুল খালেক মোহর পিতা আলী দরানী পাড়া ,শহীদ তোরাব আলী পিতা নোয়াব আলী দরানী পাড়া , শহীদ মো:মাজিদ নোয়াব পিতা আলী দরানী পাড়া , শহীদ ওহাব আলী আশরাফ পিতা আলী দরানী পাড়া , শহীদ সামসুল হক পিতা মহব্বত আলী দরানী পাড়া , শহীদ নায়েক পিতা শাওকত আলী আমিন।এছাড়া পান্তি বাজারে মুক্তিযোদ্ধারা গ্রেনেড চার্জ করলে পাক সেনারা বাজারে তল্লাশী চালিয়ে ১ জন মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে যায় ইলিয়টগঞ্জ। সেখানে তাকে হত্যা করা হয়। মুরাদনগরের একটি বিখ্যাত বাজার রামচন্দ্রপুর বাজার। এবাজারে পাক সেনার লুটতরাজ করে। লেখক: মমিনুল ইসলাম মোল্লা,কলেজ শিক্ষক,মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সাংবাদিক,কুমিল্লা।।

শেয়ার করুনঃ
0 ভিউ

মাগুরায় দুটি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন ক্রিকেটার সাকিব ও ড.বীরেন শিকদার

গুণীজন সম্মাননা পেলেন সাংবাদিক ও কলামিস্ট গাজী জাহাঙ্গীর আলম জাবির

বিশ্ব ডায়াবেটিস দিবস ও একুশে পদক প্রাপ্ত ডা. যোবায়দা হান্নানের মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরায় শত্রুজিৎপুর আইডিয়াল একাডেমিতে নবান্ন উৎসব

পটুয়াখালীতে আইডিইবি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

মুরাদনগরে ১৯কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

মাগুরার শ্রীপুরে কমলা বাগান পরিদর্শন করেন জেলা প্রশাসক

মুরাদনগরে হাত ভাঙ্গা শিশু শিক্ষার্থীর পাশে ‘হাসির ফেরিওয়ালা’

কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতি স্বরুপ বিশেষ পুরস্কার পেল মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল 

কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে সিএনজি ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে যাত্রী ও শিক্ষার্থীদের মানববন্ধন

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

চেলসির সঙ্গে ড্র, ফাইনালের পথ কঠিন হলো রিয়ালের

রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লিকে হারিয়ে শীর্ষে কোহলিরা

আরও ২/৩ দিন হাসপাতালে থাকতে হবে খালেদা জিয়াকে

খাদ্যের সঙ্গে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতেও কাজ হচ্ছে: প্রধানমন্ত্রী

পপ সম্রাটের বিরদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রত্যাখান

ইউনেসকোর প্রেস ফ্রিডম পুরস্কার জিতলেন মারিয়া রেসা

দিরাইয়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু, আহত ৩

রাজধানীতে অভিযানে গ্রেফতার ৩০

ওবায়দুল কাদের আপনি রেহাই পাবেন না: কাদের মির্জা


উপরে