বাংলাদেশে মূলত ইসলামের আগমন এবং মহান বার্তা এসেছে পীর- মুর্শিদ,অলি- আউলিয়ার মাধ্যমে। তারি ধারাবাহিকতায় এদেশে বহু ইসলামী চিন্তাবিদগণের জম্ম হয়েছে। আমরা এখন মিডিয়ার সুবাদে ইসলাম ধর্মের জটিল বিষয় সমূহের সমাধান পাচ্ছি ইসলামী চিন্তাবিদ ও বরেণ্য আলেম- ওলামাদের কাছ থেকে ইসলামের নানা বিষয় জানতে নিজের মোবাইল / ফোন থেকে একটা কল দিয়ে যে কেউ অজ- পাড়া গাঁও থেকে জানার সুযোগ পাচ্ছে। তবে, মিডিয়াতে ভ্রান্ত আকিদ্বার অনেক বিভ্রান্তিও ব্যাপক চলছে।সেই দিক থেকে সর্বজনবিদিত হাতে গুনা কয়েকজনের মধ্যে একজন ছিলেন,মাওলানা নুরুল ইসলাম ফারুকী রহঃ। তাকে গত ২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাড়িতে খুন করা হয়। ওইদিন এশার নামাজের পর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাসায় ঢুকে তার স্ত্রী ও এক ছেলেসহ তিন স্বজনের হাত-পা বেঁধে ফারুকীকে গলা কেটে হত্যা করে। ওই ঘটনায় পরে তার ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি এখন সিআইডি তদন্ত করছে। নিহত ফারুকী চ্যানেল আইয়ের ধর্মীয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’, মাই টিভির লাইভ অনুষ্ঠান ‘সত্যের সন্ধানে’র উপস্থাপক ছিলেন। এছাড়া তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের আন্তর্জাতিক সম্পাদক এবং সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ছিলেন।নিজ বাসায় দুষ্কৃতকারীদের হাতে খুন হওয়া আলেম ও টিভি উপস্থাপক শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহঃ ছিলেন সুন্নি অঙ্গণের পুরোধা ব্যক্তিত্ব।তিনি কোরআন – হাদীসের আলোকে মহান আল্লাহ প্রেরিত নবী -রাসূল,অলি- আউলিয়াগনের অনেক সাড়া জাগানো বিষয় চমৎকার ভাবে তোলে ধরতেন সরেজমিনে। তুলে এনেছেন তাদের সেই অজানা বিষয় গুলো, বর্ণনা করেছেন তাদের কারামত/ মুজেজা গুলো ক্যামেরা/ ভিডিও মাধ্যমে তা “কাফেলা” অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেল আই ও “শান্তির পথ” অনুষ্ঠানে মাই টিভির মাধ্যমে। রমজান মাসে হযরত আদম আঃ-এর শ্রীলংকায় অবতরণের বর্ণনা, বেহেশত থেকে দুনিয়ায় নামলেন শ্রীলংকার এক উঁচু পর্বতে। সেখানে আদম আঃ – এর পায়ের চাপ এখনও সংরক্ষিত। অনেক ধর্মের লোকদের নিকট এটা সমাদৃত। এভাবে এই কাফেলায় দেখানো হয়, হযরত ইউসুফ আঃ – এর পরামর্শে মিশর সরকারের খাদ্য সংগ্রহ ও দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য অগণিত খাদ্য গুদাম নির্মাণ। সেসব খাদ্য কয়েক বছর ছিল বিধায় গুদামে বাতাস ঢোকার জায়গাও ছিল।এসব গুদামের বর্তমান চিত্র তুলে এনেছিলেন সুনিপুণ মননে। সেই গুনি আলেম, শহীদ ফারুকী রহঃ হত্যার আজ ৭ বছর হল। হত্যাকান্ডের বিচার বা দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী ;এটা বড় কষ্টের, দুঃখের বিষয়। দেশ ও প্রবাসের লক্ষ লক্ষ রাসুলপ্রেমিক সুন্নি জনতা চাপা কষ্ট বুকে নিয়ে বিচারের আশায় দিন গুনছে এখনো। তিনি ছিলেন,হাইকোর্ট মাজার মসজিদের খতিব, আহলে সুন্নাত ওয়াল জমা’আত এর আন্তর্জান্তিক সম্পাদক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য। হজ্ব কাফেলারও নেতৃত্ব দিয়েছেন।টিভিতে দেশের সেরা মুফতি – মুহাদ্দেস, অধ্যক্ষদের নিয়ে ইসলামের জটিল কঠিন মাসয়ালা – মাসায়েলের চমৎকার সমাধান দেয়ার চেষ্টা করতেন। এমন একজন গুণী ইসলামী চিন্তাবিদ কে গলা কেটে এভাবে শহীদ করা কোন মুসলমান ও সুস্থ মস্তিষ্ক মানুষ করতে পারে না। এর প্রকৃত তথ্য, হত্যাকারিদের গ্রেফতার ও বিচার করা সরকারের আমলে নিয়ে দ্রুত শেষ করা লক্ষ কোটি তরিকতপন্থী- সুন্নি মুসলমানের প্রাণের দাবি। এ হত্যাকান্ডের নেপথ্যে কারা, তাও খুঁজে বের করা সময়ের বড় দাবী। মোট কথা, স্বচ্ছ তদন্ত দ্রুত বিচার এবং কঠিন শাস্তি দেশবাসী কামনা করে। টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সর্বশেষ ১৩ এপ্রিল দিন ধার্য ছিল আদালতে। গত ৪ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন দাখিলের নতুন ঐ দিন ধার্য করেছিলেন। কিন্তু নির্ধারিত দিনে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম স্কোয়াডের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রাজীব ফরহান প্রতিবেদন দাখিল করেননি। এ নিয়ে মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ৫২ বার পেছালো। লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহঃ হত্যাকান্ডের বিচারে আদৌ কি সরকারের সৎ ইচ্ছা আছে কিনা সর্বস্তরের সুন্নি মুসলমান জানতে চায়। তদন্ত বা বিচারের স্বার্থে সব ধরনের সহযোগিতায় নুন্নি জনতা প্রস্তুত। মুক্তিযুদ্ধের চেতনায় এবং সূফী দর্শনে বিশ্বাসী সরকার মানবতা বিরোধী, যুদ্ধ অপরাধীদের মত ; মাওলানা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহঃ এর হত্যারও বিচার করে দেশের অগণিত নবী-অলিপ্রেমিক,সুন্নি-সূফীপন্থী মানুষের হৃদয় জয় করুক এ প্রত্যাশা রাখি। শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহঃ এর ৭ম শাহাদাত বার্ষিকীর এই দিনে। এদিকে, শহীদ নুরুল ইসলাম ফারুকী রহঃ এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচী পালন করছে, আহলে সুন্নাত ওয়াল জমা’আত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা।আজ ঢাকা,চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, নারায়ণগঞ্জ,চাঁদ পুর, ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশে এ হত্যাকান্ডের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও দোয়া, মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির প্রকাশনা সম্পাদক -বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,কুমিল্লা জেলা শাখা ও সাবেক আন্তর্জাতিক সম্পাদক – বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পর্ষদ।
0 ভিউ
প্রচ্ছদ
ইসলাম ও জীবন ইসলামী টিভি অনুষ্ঠান উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী (রহঃ)’র ৭ম শাহাদাৎ বার্ষিকী আজ
ইসলামী টিভি অনুষ্ঠান উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী (রহঃ)’র ৭ম শাহাদাৎ বার্ষিকী আজ

আপডেটঃ ২৬ আগস্ট, ২০২১ | ১০:০৫






