সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মোট ৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টার দিকে ওই পাওয়ার গ্রিডে আগুন লেগেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। প্রায় দুই ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। আমিনবাজার পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী মাধব চন্দ্র সাহা বলেন, পাওয়ার গ্রিডের ট্রান্সফরমারে আগুন লেগেছে। তবুও আমরা এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করি নি। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে তৎক্ষনাৎ সাভার ফায়ার সার্ভিসের ৩ টি, আমিনবাজার ট্যানারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট ৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের সূতপাত সম্পর্কে বিস্তারিত জানাতে পারেন নি তিনি।