বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও তাঁর সহধর্মিণী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে ডাক্তারের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাঁদের আশুরোগ মুক্তি কামনায় বৃহস্পতিবার বাদ মাগরিব সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি এডঃ শাহানূর ইসলাম ও এডঃ সিরাজুল ইসলাম ফেরদৌসের নির্দেশনায় সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী বেলায়েত হোসেন মিল্লাত এর সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন মাওলানা সাজিদুর রহমান বেলালী। দোয়া মাহফিলে যুবলীগ চেয়ারম্যান ও উনার সহধর্মিণীর দ্রুত রোগ মুক্তি কামনার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করা হয়। এবং সরাইলের জনপ্রিয় প্রয়াত নেতা শহীদ এ কে এম ইকবাল আজাদ ও উনার সহধর্মিণী উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ এমপির জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ও উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন, যুবলীগ নেতা উজ্জ্বল ঠাকুর, উপজেলা ছাত্রলীগের সদস্য আনোয়ার হোসেন বাপ্পি,, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাবেদুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী আবিদুল্লাহ বাপ্পি, ছাত্রলীগ নেতা কায়েস আল জেবিন, রাবিন সহ আরো অনেকে।
0 ভিউ