1. admin@bdkhabor.com : বাংলাদেশ খবর :
       
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
স্বাগতম

সবার আগে সকল ধরনের খবর পেতে বাংলাদেশ খবর এর সঙ্গে থাকুন। আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল ঘটনার তথ্য দিয়ে সহযোগিতা করুন, আপনার মতামত তুলে ধরুন আমাদের মাধ্যমে। আমরা আছি আপনার পাশে bdkhabor.com. তথ্য পাঠাতে: Infobdkhabar@gmail.com ★ ধন্যবাদ★ 

‘অশ্লীল’ যে দৃশ্যের পর বদলে যায় অভিনেত্রীর জীবন

  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
সোনাল চৌহান

অভিনয় জগতে এসেই ব্যাপক পরিচিত পেয়েছিলেন তিনি, এমনকি প্রথম ছবিতেই করেছিলেন বাজিমাৎ! শুধু তাই নয়, যার অভিনয়ের চেয়ে চুম্বনের দৃশ্য নিয়ে সৃষ্টি হয়েছিল বেশি আলোচনা তিনি হলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। 

তবে বহুদিন অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই আলোচনায় আসেন সোনাল। কখনও তার সাহসী ছবি আবার কখনও তার অভিনীত কোনো ছবির দৃশ্য ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। তাই এখন সিনেমা থেকে দূরে থাকলেও নেটিজেনরা ভোলেননি অভিনেত্রীকে।

২০০৮ এ মুক্তি পায় ইমরান হাশমি ও সোনাল চৌহান অভিনীত হিট ছবি ‘জান্নাত’। ছবির প্রযোজনায় ছিলেন মুকেশ ভাট। আর সে ছবির হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন সোনাল। সেই ছবিতে ৩০ টি চুম্বনের দৃশ্য ছিল। যা আজও আলোচনার কেন্দ্রে রয়েছে দর্শকের। ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। আর এরপর থেকেই পালটে যায় সোনালের জীবন।

এর আগে এক সাক্ষাৎকারে সোনাল চৌহান জানিয়েছিলেন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে তার কোনো আপত্তি নেই। আগামীতে ছবির চিত্রনাট্যের সঙ্গে মানানসই ঘনিষ্ঠ দৃশ্য থাকলে তবেই তিনি তা করবেন। আবার যদি ছবির প্রচার কিংবা অন্য কোনো কারণে তাকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে বলা হয়, তবে তা নাকচ করে দেবেন বলেও জানিয়েছিলেন সোনাল।

চলন্তিকা উচ্চবিদ্যালয়

এই সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2025 bdkhabor
Designed By Barishal Host