আহলে সুন্নাত ওয়াল জমা’আত কুমিল্লার উপদেষ্টা সদস্য, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এবং রঘুরামপুর ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা অলি আহমদ (রহঃ) এর চেহলাম উপলক্ষে তাঁর গ্রামের বাড়ীতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির ব্যবস্থাপনায় খতমে কোরআন, খতমে গাউছিয়া, খাজেগান পাঠ, তাঁর কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। গত ১৪ আগষ্ট, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লার সর্বস্তরের সুন্নি জনতার অংশগ্রহণে এসব কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা ইসলামীয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবদুল মতিন, ধামতি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোঃ মহিউদ্দিন, মুফতি মাওলানা মোঃ আবু নাছের জেহাদী, আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খান, আহলে সুন্নাত ওয়াল জামাত কুমিল্লার সভাপতি আলহাজ্ব গাজী এম এ ওয়াহিদ সাবুরী, সাধারণ সম্পাদক খাদেম মোঃ ফিরোজ, মানিক মিয়া খন্দকার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা মোঃ আবু জাফর মইনুদ্দিন সহ বিশিষ্ট ওলামায়ে কেরাম, সুন্নী নেতৃবৃন্দ।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জেলা সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মাছুম বিল্লাহ মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিল এসময় স্মরণ সভায় রুপ নেয়। আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ সহ গাউছিয়া কমিটির নেতৃদ্বয়ও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলহাজ্ব অধ্যক্ষ অলি আহমদ গত ৬ জুলাই মঙ্গলবার রাত১০ঃ৩০ মিনিটের সময় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৭ জুলাই বুধবার বেলা ১১ টায় তার গ্রামের বাড়ি লক্ষীনগর( দিশাবন্দ) পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় । তিনি মা,স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে সহ আত্মীয় -স্বজন এবং অসংখ্য নেতা/কর্মী রেখে যান।তিনি, দীর্ঘ ৩৩ বছর কুমিল্লা সদর উপজেলার রঘুরামপুর ইসলামিয়া মাদ্রাসার সুনামের সহিত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। অধ্যক্ষ মাওলানা অলি আহমদ গাউছিয়া কমিটি কুমিল্লা জেলা শাখার সহসভাপতি, জমিয়াতুল মোদ্দারেছিন সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।